মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মনে করে বিশ্বে প্রতি ১০ জন তরুণের মধ্যে আট জনকে শারীরিকভাবে সক্রিয় হওয়া উচিত। কিন্তু ভারতের ক্ষেত্রে চিত্রটি খুবই ভয়াবহ। শুক্রবার প্রকাশিত ‘ল্যাঞ্চেট চাইল্ড এন্ড এডলসেন্ট হেল্থ’ মেডিকেল জার্নালে ভারতীয় তরুণদের ৭৩.৯ শতাংশকে ‘শারীকিভাবে নিষ্ক্রিয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাইয়ের লিলাবতি হাসপাতালের ড. শশাঙ্ক জোশি বলেন, আজকের টিন এজারদের খেলার সময় মাঠের বদলে টিভি স্ক্রিন কেড়ে নিচ্ছে বলে আমরা এতদিন যে আশঙ্কা করছিলাম তারই প্রমাণ এটা। বিশ্বে কিশোর-তরুণদের নিষ্ক্রিয়তা প্রবণতার উপর এই প্রথম বিশ্বব্যাপী চালানো জরিপে ভারতের তুলনাম‚লক ভালো একটি দিক হলো ছেলেদের ক্রিকেটপ্রীতি। স্থানীয় পর্যায়ে এটা ব্যাপকভাবে খেলা হয়। অন্যদিকে, মেয়েদের জন্য গৃহস্থলির কাজ করার একটি অলিখিত নিয়মও রয়েছে। জোশি বলেন, আমাদের তুলনাম‚লক ভালো অবস্থার মানে এই নয় যে ‘ভারত ব্যাপকভাবে নিষ্ক্রিয় জাতি নয়’। গবেষণায় দেখা যায়, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি নিষ্ক্রিয়: ৮৫% মেয়ে ও ৭৮% ছেলে নিষ্ক্রিয়। এরা প্রতিদিন এক ঘন্টাও নিবির শারীরিক পরিশ্রম করে না। বিগত ১৫ বছরের মধ্যে শারীরিক পরিশ্রম করার প্রবণতা ছেলেদের মধ্যে কমলেও মেয়েদের ক্ষেত্রে অপরিবর্তীত রয়েছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।