Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মহারাষ্ট্রে বিজেপি-এনসিপি সরকার

দরকষাকষির দাবার ছক শনিবার সকালেই উল্টে গেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নানা নাটকীয়তা, ক্ষমতা ভাগাভাগির সমীকরণ, আশ্বাস, প্রতিশ্রুতি আর জোট ভাঙা-গড়ার খেলার পর সবাইকে চমকে দিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। শনিবার সকালে বিজেপির দেবেন্দ্র ফডনবিশ দ্বিতীয় মেয়াদে আরব সাগর পাড়ের রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। সরকারে তাদের শরিক এনসিপির অজিত পাওয়ার হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী। অজিত এনসিপির শীর্ষ নেতা শারদ পাওয়ারের ভাতিজা। ভোটের ফল ঘোষণার একমাস পর শনিবার বিজেপি-এনসিপির এই ‘হঠাৎ জোট’ কংগ্রেস ও শিব সেনাকে ‘স্তম্ভিত করে দিয়েছে’ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গেই ছিল শিব সেনা, কেন্দ্রের সরকারেও তাদের অংশীদারিত্ব ছিল। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সেই জোটে ফাটল ধরার পর তারা কংগ্রেস-এনসিপি জোটের সঙ্গে সরকার গঠনে দরকষাকষি শুরু করে। তিন দলের আলোচনা শুক্রবার ‘চ‚ড়ান্ত পর্যায়ে’ পৌঁছাছে এবং শিগগিরই তারা মহারাষ্ট্রে একটি জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো ইঙ্গিতও দিয়েছিল। শনিবার সকালেই দাবার সে ছক উল্টে গেল। “মহারাষ্ট্রের জনগণকে একটি স্থিতিশীল সরকার উপহার দিতে চেয়েছিল বিজেপি। শিব সেনা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখায়নি। গভর্নর আমাদেরকে সরকার গড়তে আমন্ত্রণ জানান। সমর্থন দেওয়ায় এনসিপিকে ধন্যবাদ,” শপথ নিয়ে বলেছেন ফডনবিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালেই টুইটারে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় দেবেন্দ্র ফডনবিশ ও অজিত পাওয়ারকে অভিনন্দন। আমার দৃঢ় বিশ্বাস, মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে তারা একসঙ্গে অসাধারণ কাজ করবেন,” বলেছেন তিনি। অক্টোবরের ভোটে ২৮৮টি আসনের ১০৫টিতে জিতে বিজেপি ভারতের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভ‚ত হয়েছিল। কিন্তু জোটসঙ্গী, ৫৬টি আসন জেতা শিব সেনার সঙ্গে নতুন সরকার নিয়ে মতের মিল না হওয়ায় প্রথম দফায় তারা সরকার গঠনে ব্যর্থ হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ