Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতঃপর যে পথে গেল কিশোরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সুমেধা বসু, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। স্বপ্ন ছিল মডেলিংয়ে কাজ করার। কিন্তু এতে বাধা দিয়েছিল পরিবার। আর তাতেই ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিল এই কিশোরী। এ কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পুলিশ জানিয়েছে, ওই মৃত্যুর তদন্তে নেমে কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। তবে শুধুই কি মডেলিংয়ে বাবা-মায়ের আপত্তির জেরেই এই ভয়ঙ্কর পরিণতি? নাকি এর পেছনে রয়েছে অন্যকোনও কারণ, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। সেই কারণেই খতিয়ে দেখা হবে মেয়েটির কললিস্ট। জানা গেছে, সুমেধা বসু নেতাজিনগর থানা এলাকায় রানিকুঠির বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি। পরে স্থানীয় যুবকরা রাত আটটা নাগাদ রানিদিঘিতে তার লাশ ভেসে যেতে দেখেন । প্রথমে এক যুবক তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় নেতাজিনগর থানায়। খবর পেয়ে পুলিশ ডুবুরি নামিয়ে উদ্ধার করে লাশ। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ