Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীর যৌন সম্পর্কের ভিডিও আদালতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রেমিকের সঙ্গে স্ত্রীর যৌন সম্পর্কের ডিভিডি আদালতে পেশ করলেন ব্যাঙ্গালোরের এক পুরুষ। স্ত্রীর এমন সম্পর্কের কারণে তিনি বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন আদালতে। ওই ভিডিও দেখার পর আদালত তাকে বিচ্ছেদের অনুমোদন দিয়েছে। এতে বলা হয়, ১৯৯১ সালের ৭ই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই দম্পতি। তাদের রয়েছে দুটি মেয়ে সন্তান। রিপোর্টে ওই দম্পতি বা তাদের সন্তানের নাম প্রকাশ করা হয় নি। ২০০৮ সালের ৪ঠা জুন থেকে ৯ই জুন পর্যন্ত ওই ব্যক্তি ব্যাঙ্গালোরে যান জরুরি কাজে। এ সময় তিনি নিজের বেডরুমে একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার স্থাপন করে যান। তার অনুপস্থিতিতে তার স্ত্রী এক প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই বেডরুমে। তা ভিডিওতে রেকর্ড হয়ে যায়। বাড়ি ফিরে তিনি রেকর্ড চেক করে এসব দৃশ্য দেখতে পান। ফলে তিনি ব্যাভিচার ও নিষ্ঠুরতার কারণে বল্লারি’তে অবস্থিত পারিবারিক আদালতে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ