পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘আন্দোলন আমাদের করতে হবে। এটা আমাদের সাংগঠনিক অধিকার। আমরা সভা-সমাবেশ করবো। অন্যায়ের প্রতিবাদ করবো। এই রাজপথ সরকারকে ইজারা দেওয়া হয়নি। এই রাজপথ জনগণের। সেই রাজপথে হাঁটার অধিকার জনগণের আছে। সমাবেশ করার অধিকার আছে। আন্দোলন-সংগ্রাম ও মিছিল-মিটিং চলবে। এরপর থেকে সরকারের কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। সরকারের অনুমতি নিয়ে কখনও আন্দোলন হয় না।’- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেছেন।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপি।
গয়েশ্বর বলেন, ‘পেঁয়াজ ত্রিপল সেঞ্চুরি করেছে। লবণ সেই পথেই হাঁটতে শুরু করেছিল। এখন সব ধরনের চালের দাম বেড়ে গেছে। আর এসবের পেছনে সরকারের হাত রয়েছে। সরকার ইচ্ছা করেই এই বাজার সিন্ডিকেটের সদস্য ও ব্যবসায়ীদের আটক করছে না।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তৈরি ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থীদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু, সরকার প্রধান তাদের কিছুই করছে না। লোক দেখানো কিছু পদক্ষেপ নিয়ে এই অবস্থা জনগণের সামনে থেকে আড়াল করার জন্য আরেকটি ইস্যু তৈরি করছে।’
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।