Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খালেদা জিয়ার সুচিকিৎসায় শেখ হাসিনাই একমাত্র বাধা : গয়েশ্বর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৪:১৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে শেখ হাসিনাই একমাত্র বাধা। তাই শেখ হাসিনার পতনের পরই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, আমরা তো জোর করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারব না। তবে জোর করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারব। তাই বিএনপি এখন এ পথেই এগুবে। খালেদা জিয়াকে তো বিচারের জন্য আদালতে পাঠিয়েছেন। কিন্তু আপনাদের বেলায় আদালত পর্যন্ত পাঠানো হবে নাকি জনগণই বিচার করে ফেলে তা বলা যায় না। অশ্লীল মন্তব্যকারী হিসেবে সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্পর্কে তিনি বলেন, অশালীনতা আর অসভ্যতায় মুরাদ শেখ হাসিনার তুলনায় শিশু। শেখ হাসিনার ইশারাতেই সে এসব কথা বলেছে। এখন এজন্যই তিনি তাকে নিরাপদে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন।

বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এদেশ কারও কোনো ভাষণে স্বাধীন হয়নি। দেশ স্বাধীন করতে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়া। আর তার ঘোষণায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধে এসেছিল। কিন্তু আজ আমাদের সে স্বাধীনতা রক্তাক্ত আর গণতন্ত্র নির্বাসিত। বর্তমানে দেশে আইনের শাসন না থাকলেও একজন ব্যক্তির শাসন আছে বলে মন্তব্য করেন গয়েশ্বর, তিনি বলেন এখন বিচার বিভাগও শেখ হাসিনার কথায় চলে। বাংলাদেশে খুন গুম যা হচ্ছে সব শেখ হাসিনার জানা। মুদ্রা পাচার যারা করে তারাও শেখ হাসিনার জানা শোনা এবং আশপাশের লোক।

নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গয়েশ্বর চন্দ্র রায়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ