Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরিদ্র প্রবীণদের মাঝে হুয়াওয়ের চাদর ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৬:১৯ পিএম

দরিদ্র প্রবীণদের মাঝে গরম চাদর ও কম্বল বিতরণ করেছে হুয়াওয়ে। শনিবার (২৩ নভেম্বর) নাটোরের সিংড়া উপজেলায় এক অনুষ্ঠানরে মাধ্যমে শীতার্তদের মাঝে এগুলো বিতরণ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেনজুন প্রবীণদের মাঝে এসব বিতরণ করেন। এ সময় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহতী এই উদ্যোগের জন্য হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডকে সাধুবাদ জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে হুয়াওয়ের অসামান্য অবদানের প্রশংসা করে আগামীতেও বাংলাদেশের পাশে থাকার আহŸান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ হুয়াওয়ে গত ২১ বছর ধরে আইসিটি এবং টেলিযোগাযোগের উন্নয়নে অবদান রেখে চলেছে। পাশাপাশি বন্যা, শীত, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগসহ যে কোন সময় মানুষের সমস্যায় তাদের পাশে দেখেছি আমরা”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুয়াওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ