নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কোহলি-রাহানের জুটি যখন সেঞ্চুরির কাছে, বাংলাদেশকে কাঙ্ক্ষিত উইকেট এনে দিলেন তাইজুল ইসলাম। জুটি ভাঙলেন অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে। ৫১ রানে আউট হলেন রাহানে। চতুর্থ উইকেটে জুটি ছিল ৯৯ রানের।
ভারতের রান ৪ উইকেটে ২৩৬। লিড ১৩০ রানের। কোহলির সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা।
নতুন শুরুর প্রত্যাশা
ম্যাচের গতিপথ অনেকটা স্পষ্ট হয়ে গেছে প্রথম দিনেই। দ্বিতীয় দিনে সেই পথ খানিকটা বদলে দেওয়ার আশায় মাঠে নামবে বাংলাদেশ। যদি খানিকটা রোমাঞ্চ ফেরানো যায় ম্যাচে!
দুই দলের প্রথম দিন-রাতের টেস্টের প্রথম দিনে দ্বিতীয় সেশনেই ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ভারত দিন শেষ করেছে ৩ উইকেটে ১৭৪ রানে। ৭ উইকেট নিয়ে প্রথম দিনেই তাদের লিড ৬৮ রানের। ৫৯ রানে দিন শুরু করবেন বিরাট কোহলি, ২৩ রানে অজিঙ্কা রাহানে।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)।
ভারত ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৪/৩ (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পুজারা ৫৫, কোহলি ৫৯*, রাহানে ২৩*; আল আমিন ১৪-৩-৪৯-১, আবু জায়েদ ১২-৩-৪০-০, ইবাদত ১২-১-৬১-২, তাইজুল ৮-০-২৩-০)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।