নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফরাসি লিগ ওয়ানে মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়ার গোলে লিলকে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠে শুক্রবার দুই আর্জেন্টাইনের গোলে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল তারা।
ছন্দে থাকা ইকার্দির গোলে ম্যাচের সপ্তদশ মিনিটে এগিয়ে যায় প্যারিসের দলটি। ইদ্রিসা গেয়ির বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের ৩১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ইউলিয়ান ড্রাক্সলারের পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। আসরে তারও মোট গোল হলো ছয়টি।
হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় ছয় সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফিরে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি নেইমার। ৬৫তম মিনিটে তাকে তুলে চোট থেকে ফেরা আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে নামান কোচ টুখেল। বাকি সময়ে দুটি ভালো সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি শিরোপাধারীরা।
১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।