Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তৃতীয় চন্দ্রাভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ব্যর্থতাকে সঙ্গে নিয়েই তৃতীয়বারের জন্য চাঁদের মাটি ছুঁতে চলেছে ইসরো। তৃতীয়বারের জন্য চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিয়ের প্রস্তুতি নিচ্ছে ইসরো, বুধবার লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন চন্দ্রযান-২ এর বিষয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং। জানা যাচ্ছে, ২০২০ সালের নভেম্বর মাসে ফের চাঁদে যাওয়ার পদক্ষেপ করবে ইসরো। যদিও দিনক্ষণ এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।

তবে জীতেন্দ্র সিং বলেন, “চন্দ্রাভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলি আয়ত্ত করতে তার রোডম্যাপ তৈরি করছে ইসরো। ইতিমধ্যেই স্পেস কমিশনে উপস্থাপিত করা হয়েছে এই রোডম্যাপটি। বিশেষজ্ঞ কমিটির চ‚ড়ান্ত বিশ্লেষণ ও সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের চন্দ্রযান ৩ মিশনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে উচ্চস্তরের বিজ্ঞানীদের নিয়ে তৈরি হয়েছে টিম।”

উল্লেখ্য, চন্দ্রযান-২ মিশনে চাঁদের মাটিতে ‘হার্ড ল্যান্ডিং’ করেছে বিক্রম ল্যান্ডার, প্রায় আড়াই মাস পর অবশেষে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) প্রকাশ্যে স্বীকার করল এ কথা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ