রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে ১০ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাভার উপজেলার আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত সুজন মিয়া (২২) আদর্শ গ্রামের কামরুল ইসলামের পুত্র। এ ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, শিশুটি তাদের বাড়ির পাশেই খালার বাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটে সুজন শিশুটিকে মুখ চেপে জেরপূর্বক ধরে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি তার হাতে কামড় দিয়ে পালিয়ে এসে বিষয়টি মা বাকে জানায়। তখন তার মা-বাবা গ্রামের লোকদের জানালে তারা সুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।