Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন পাঁচ লাচ্ছা সেমাই প্রস্তুতকারি ও ১ হোটেলের জরিমানা

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫ লাচ্ছা সেমাই প্রস্তুতকারি ও এক হোটেল ব্যবসায়ীর জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুত করার দায়ে আনোয়ার হোসেনের কাছে ৫০০০ টাকা, নিলুফা বেগম ১৫০০ টাকা, সায়মা বেগম ১০০০ হাজার এবং শিখা বেকারির ১০০০ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া পৌর শহরের  খালিদ হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫০০ টাকা ও চকচকা এলাকায় জনতা বেকারির কারখানায় অভিযান চালিয়ে ২০০ টাকা জরিমানা আদায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন পাঁচ লাচ্ছা সেমাই প্রস্তুতকারি ও ১ হোটেলের জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ