Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সমবায়ী মহিলাদের প্রশিক্ষণ ও হাঁস বিতরণ

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুরে নিবিড় পরিচর্যা নিশ্চিতকরণের মাধ্যমে সমবায় সমিতির উন্নয়ন শীর্ষক কার্যক্রমের আওতায় সমবায়ীদের উৎপাদনমুখী কর্মকা-ে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রশিক্ষণ ও হাঁস বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রতি সমবায়ীদের ৪টি করে হাঁস বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার গাওখালী বাজারস্থ অগ্রণী মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে স্থানীয় অগ্রণী মৎস্য সমবায় সমিতি, সৎ সংঘ বহুমুখী সমবায় সমিতি, জন কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, অগ্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সমবায়ীদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ পাইলটিং কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন অগ্রণী মৎস্যচাষী সমবায় সমিতির সদস্য স্বপন কুমার হালদার। উপজেলা সমবায় অফিসার মো. অহিদুজ্জামান খানের সভাপত্বিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব সরকার, বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান পারভেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমবায়ী মহিলাদের প্রশিক্ষণ ও হাঁস বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ