মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) হবে না। তিনি বুধবার মুর্শিদাবাদের সাগরদীঘিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন। মমতা বলেন, কিছু লোক এনআরসির নামে উত্ত্যক্ত করছে। হিন্দু হোক, মুসলমান হোক বাইরের কারও কথা বিশ্বাস করবেন না। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। চিন্তার কারণ নেই। আপনারা এই দেশের নাগরিক। কাউকে বের করতে দেবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন আগুন লাগলে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ও আদিবাসীর কেউ রেহাই পায় না। তিনি বলেন, বলা হয়েছিল আসামের একটা হিন্দুর নাম বাদ যাবে না। অথচ ১৯ লাখের মধ্যে ১৪ লাখ হিন্দু বাঙালির নাম নেই। মুখ্যমন্ত্রী মমতা বলেন, মুসলমান, পাহাড়ি, রাজবংশী ও বিহারিদের নাম বাদ পড়েছে। এখন তারা অস্থায়ী জেলে অবস্থান করছে। তিনি বলেন, বাংলায় এসব হয়নি, হবেও না। বাংলা মানুষের, মানবিকতার, সভ্যতা ও সংস্কৃতির জায়গা। আপনারা ভয় পাবেন না। তিনি আরও বলেন, কংগ্রেস আসামে ক্ষমতায় থাকাকালে আসাম চুক্তির পার্শ্বক্রিয়া হিসেবে এনআরসি হয়। পরে বিজেপি এটি করেছে। এর আগেও এনআরসির বিরুদ্ধে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিভাজন করতেই বিজেপি এনআরসি করছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ভারতের সব রাজ্যেই এনআরসি হবে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।