রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় নদী তীর দখল করে তোলা হচ্ছে স্থাপনা। উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট-বাজার এলাকায় টিয়াখালী নদীর তীরে এমন স্থাপনা তোলার দৃশ্য রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এভাবে স্থাপনা তোলায় নদীটির পরিধি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। এসব কার্যক্রম প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে নদী দখল করে স্থাপনা তোলা হলেও অদৃশ্য কারণে ওই স্থাপনা অপসারণে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, বহু আগে বিশাল এলাকাজুড়ে নদীতীর এবং নদীসহ দখল করে এই স্থাপনা তোলা হয়। কিন্তু আজ অবধি কেউ এ স্থাপনাটি অপসারণে এগিয়ে আসেনি। এছাড়া স্থাপনাটি তোলায় জোয়ারের সময় নদীর ¯্রােতের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় সাংবাদিকদের জানান, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।