নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তার সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেনিসসহ অন্যান্য খেলার প্রসারেও সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।’ খুলনায় সদ্য সমাপ্ত শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও প্রধান পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন প্রধানমন্ত্রী। ২০ নভেম্বর গণভবনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল, স্থানীয় সংসদ সদস্য সালাম মুর্শেদী, শেখ সালাহউদ্দিন জুয়েল এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও বরেন্য ক্রীড়া সংগঠক তরফদার মো: রুহুল আমিন।
রাজধানীর বাইরে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিসের মতো একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করায় আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে তরফদার মো: রুহুল আমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নির্দেশনায় ক্রীড়াক্ষেত্র সহ সব সেক্টরে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের ক্রীড়া উন্নয়নে সাইফ পাওয়ারটেক সর্বদাই সম্পৃক্ত থাকবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে খুলনায় আয়োজিত টুর্নামেন্ট শুরু হয় গত ১৩ নভেম্বর। এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে খুলনার শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের খেলা চলে ১৮ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশসহ ১৯টি দেশের ২১টি ক্লাবের ৬৪ জন খেলোয়াড় অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।