Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সাইনবোর্ড আছে, কার্যক্রম নেই

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ২০০৭ সালে আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে গোটা উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় কাজিপুর পৌরসভা ও ১২টি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের কমিটির গঠন করা হয়। সেইসাথে ওই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় কমিউনিটি পুলিশিংয়ের অফিস স্থাপন করে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। এরপর উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এমন স্লোগানকে সামনে রেেখ উপজেলার সর্বত্র পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়। এ সময় এলাকার লোকজন পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিকসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশায় স্থানীয় কমিউনিটি পুলিশিং অফিসে আসেন। অবশ্য তখন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা অনেক সমস্যার সমাধানও করে দেন। এ সময় থানার মামলা-মোকদ্দমার সংখ্যাও তুলনামূলকভাবে কমে যায়। পাশাপাশি থানা পুলিশ কমিউনিটি পুলিশিংয়ের সহায়তায় মদ ও গাঁজা উদ্ধারসহ সন্ত্রাসী ধরতেও সক্ষম হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু থাকাকালে প্রত্যেক ইউনিয়নে মাসে প্রায় অর্ধশত সমস্যার সমাধান করা হয়েছে। এসব সমস্যার মধ্যে স্বামী কর্তৃত স্ত্রীকে নির্যাতন, যৌতুক নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি এবং জমিজমা সংক্রান্ত বিরোধের মতো কঠিন সমস্যাও সমাধান করা হয়। কিন্তু প্রায় ৪-৫ বছর হতে চলেছে কাগজ-কলমে কমিউনিটি পুলিশিং কমিটি থাকলেও কার্যক্রম নেই। তবে দীর্ঘ ৪-৫ বছর কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম না থাকলেও অফিসগুলোর সামনে কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয় লেখা সাইন বোর্ড ঠিকই ঝুঁলছে। এ ব্যাপারে কাজিপুর থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, যে কোনো কার্যক্রম পরিচালনা করতে গেলে আর্থিক সাপোর্টের প্রয়োজন। আর আর্থিক সাপোর্ট না পেলে শুধু কমিউনিটি পুলিশিং নয় অনেক কার্যক্রমই স্থবির হয়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইনবোর্ড আছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ