Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানদের উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ৫:৫৯ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ২১ নভেম্বর, ২০১৯

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগামী শনিবার (২৩ নভেম্বর) শিরোপা লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগার শিবির।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২২৯ রানের টার্গেটে নেমে ৬১ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। ২৬ রানে ওপেনিং জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ১০৭ রানের জুটি গড়েন। এ জুটির ওপর ভর করে আফগানদের হারায় টাইগার শিবির। ৬১ রানে সৌম্য ও ৫৯ রানে আউট হন শান্ত। এরপর আফিফ ও ইয়াসির আলিও অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়েন। ৩৮ রানে ইয়াসির ও ৪৫ রানে অপরাজিত ছিলেন আফিফ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে চার উইকেট পড়ে সফরকারীদের। একপর্যায়ে মনে হয় ১০০ রানের নিচে বুঝি অলআউট হবে আফগানিস্তান। এরকম পরিস্থিতিতে জ্বলে ওঠেন দারিশ রসুল। পঞ্চম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে ৬৭ ও সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন দারিশ রসুল। ১২৮ বলে সাতটি চার ও সাতটি ছক্কায় ১১৪ রান করেন দারিশ। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান তোলে আফগান শিবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ