বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার ভেড়ামার থানার ইটভাটার নারী শ্রমিক শাপলা (২২) কে হত্যার অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি ঘরামী (৬২) নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তহিদুল ইসলাম।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামি ভেড়ামারা উপজেলার বারোমাইল টিকটিকিপাড়া গ্রামের মৃত রেজন আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে রবি ঘরামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালত এ রায় ঘোষনা করেন। এছাড়া আসামিকে আরো ৫০ হাজার টাকা জরিমানার আদেশ্ও দিয়েছে আদালত।সংশ্লিষ্ট আদালতের সরকারী কৌশুলী এপিপি এ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ২১এপ্রিল সন্ধায় ভিকটিম নারী শ্রমিক শাপলা নিজ বাড়ি থেকে নিঁখোজ হন। পরদিন দুপুর দেড়টায় পাশ্ববর্তী লিচু বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।এ ঘটনায় নিহতের মা ইটভাটা শ্রমিক শাহানা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আসামি রবি ঘরামীকে হত্যাকাণ্ডে জড়িত থাকা শনাক্ত করণসহ ২০১৩ সালের ১২ডিসেম্বর আদালতের চার্জশীট দেয় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।