নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণ-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে জয়ের ধারা বজায় রেখেছে দৈনিক ইনকিলাব। বাংলাদেশ প্রতিদিনকে ২৭ রানে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। এছাড়া একই দিনে শেষ আট নিশ্চিত করেছে আরটিভি, চ্যানেল ২৪, জাগো নিউজ, ডেইলি ষ্টার, এনটিভি, চ্যানেল আই ও এশিয়ান মেইল ২৪।
আজ (বুধবার) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইনকিলাব। প্রথম ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান মাইনুল হাসান সোহেলের (০) বিদায়ে চাপে পড়ে পাঠক সমাদৃত দৈনিকটি। কিন্তু অতিথি খেলোয়াড় রকিবুল ইসলাম মানিক (৪৫) ও ফারুক হোসাইনের (৩০) ব্যাটে চড়ে রানের পাহাড় গড়ে ইনকিলাব। শেষ ওভারে ফারুকের বিদায়ের পর দুই ছক্কায় ইয়াসিন রানার ব্যাট থেকে আসে ১৩ রান। নির্ধারিত ৬ ওভারে ইনকিলাবের সংগ্রহ দাঁড়ায় ১০২।
বড় লক্ষ্য তাড়ায় শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ প্রতিদিনও। কিন্তু ফারুকের এক ওভারে জোড়া আঘাতে থমকে যায় প্রতিপক্ষ শিবির। ৮ বল হাতে রেখেই বাংলাদেশ প্রতিদিনের ইনিংস গুটিয়ে যায় ৭৫ রানে। ইনকিলাবের হয়ে মানিক ও ফারুক ২টি করে উইকেট নেন। এছাড়া রানা ১টি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন মানিক। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ইনকিলাবের প্রতিপক্ষ এশিয়ান মেইল ২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।