Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বরিশালে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

নতুন বরাদ্দ না এলে শেষ হয়ে যাবে বৃহস্পতিবারই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৫ পিএম

বরিশাল মহানগরীতে প্রথমবারের মত ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। তবে এ নগরীর জন্য মাত্র ১০ টন পেঁয়াজ বরাদ্দ করায় বৃহস্পতিবারই তা শেষ হয়ে যাবে। নতুন করে সরবরাহ না করলে শুক্রবার থেকে এ নগরীতে আর কোন পেঁয়াজ বিক্রি করতে পারবে না রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থা-টিসিবি ।
বুধবার ভোরে সড়ক পথে ১০টন পেঁয়াজ বরিশালে পৌছার পরে ৫টি ট্রাকে একটন করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্রী কার্যক্রম শুরু হয়। বুধবার দিনভরই প্রতিটি ট্রাকের পেছনে অগনিত নারী-পুরুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে এক কেজি পেঁয়াজ কিনতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন।
তবে বৃহস্পতিবার এ ১০ টন পেঁয়াজ বিক্রী শেষ হয়ে গেলে নতুন করে আবার কবে আসবে, তা বলতে পারেনি টিসিবি’র বরিশাল ডিপোর দায়িত্বশীল কর্মকর্তা। এমনকি এ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলাগুলোতেও টিসিবি’র পেঁয়াজ বিক্রী কার্যক্রম শুরুর দাবী থাকলেও এ ব্যপারে কোন কিছু বলতে পারেনি সংস্থাটির ঐ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিসিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ