বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুষার-নাইম গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা সহ ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহতরা হচ্ছেন ফেনী ফালাহিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী অপু, ৯নং পৌর ছাত্রলীগ কর্মী সাইদুল সাকিব, তুশিন ,আরাফাত ও হৃদয়। আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় এসআই সাইফুল ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশ তুষার-নাইম বাহিনীর প্রধান তুষার, নাইম ও মানিক সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। সংঘর্ষে গুরুতর আহত অপু জানায়, বেঞ্চে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধলে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার বিবরণ জানতে চাইলে পূর্ব থেকে অস্ত্র নিয়ে অবস্থান করা তুষার-নাইম গ্রæপের সদস্যরা তার উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত এসআই সাইফুল ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটকের সত্যতা নিশ্চিত করেন। ফেনী সদর হাসপাতালের ডিউটি ডাক্তার জামাল উদ্দিন জানান, হাসপাতালে আহত ৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ১ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। বাকী ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।