বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করার অপরাধে দুই দিনে ২০ জন অসাধু লবণ ব্যবসায়ীর ৪০ হাজার ৭‘শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত দুই দিনে লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও পৌর শহরের দোকানগুলোতে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে লবণ বিক্রি করতে থাকেন। লবণ সংকটের খবর পেয়ে ভোক্তারাও হুমড়ি খেয়ে পড়েন লবণের দোকানে। ক্রেতারা তাদের সাধ্যমত ৫ কেজি থেকে ১০ কেজি পর্যন্ত চড়াদামে লবণ কিনে বাড়ী বাড়ী মজুদ করতে থাকেন।এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ও সহকারি কমিশনার(ভূমি)রাসেল মিয়া থানা পুলিশের সহযোগীতায় পৌর শহর ও বিভিন্ন হাট-বাজারে অভিযান চালান। অভিযান চলাকালে বেশি দামে লবণ বিক্রির অপরাধে গত মঙ্গলবার ও বুধবার ২০ জন অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় ৪০ হাজার ৭‘শ টাকা জরিমানা করেন । বর্তমানে লবণের বাজার নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান এ অভিযান চলমান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।