Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ৮ ব্যবসায়ীর ৭৭ হাজার টাকা জরিমানা

বেশি দামে লবণ বিক্রির দায়ে

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৩:৫৪ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে বাজার মূল্যের অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৮জন লবণ ব্যবসায়ীর নিকট ৭৭ হাজার টাকা জরিমানা করেছে।

গত মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার শিকার লবণ বিক্রেতারা হলেন,পৌরবাজারের লবন বিক্রেতা কাঁটাবাড়ী গ্রামের আজিজুল সরকারের ছেলে মতিন (৩২),লক্ষিপুর বাজারের লবন বিক্রেতা বাতাশু মন্ডলের ছেলে নুরুল ইসলাম,মাদিলা হাট বাজারের লবন বিক্রেতা আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকির হোসেন,মহদিপুর গ্রামের তোরাব আলী, রাঙ্গামাটি বাজারের লবন বিক্রেতা মনছুর আলীর ছেলে সামসুল সরকার,একই বাজারের লবন বিক্রেতা উত্তর রঘুনাথপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোসাদ্দেক আলী, খাজাপুর গ্রামের আজিজার রহমানের ছেলে কাওছার আলী ও রাঙ্গামাটি গ্রামের আবু বক্করের ছেলে সুমন।

ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন কিছু ব্যবসায়ী হঠাৎ লবনের দাম বৃদ্ধি করে জনমনে আতঙ্ক ও উৎকণ্টার সৃষ্টি করে,এই খবর পাওয়ামাত্র উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযানে নামে।

তিনি আরও বলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যামান আদালতের অভিযানে পৌর বাজারের লবন বিক্রেতা কাঁটাবাড়ী গ্রামের মতিন বেশি দামে লবন বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করে। একই ভাবে লক্ষিপুর বাজারের লবন বিক্রেতা নুরুল ইসলামের ১০ হাজার টাকা, তোরাব হোসেনের ২০ হাজার টাকা, মাদিলাহাট বাজারের লবন বিক্রেতা জাকির হোসেনের ২০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রাঙ্গামাটি বাজারে অভিযান চালিয়ে, রাঙ্গামাটি বাজারের লবন বিক্রেতা মোসাদ্দেক হোসেনের দুই হাজার টাকা, কাওছার আলীর দুই হাজার টাকা, সুমনের দুই হাজার টাকা ও সামসুল সরকারের এক হাজার টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ