Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক শিক্ষাকে আমরা মানসম্মত শিক্ষায় পরিণত করতে চাই- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৩:৩৪ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষাকে আমরা মানসম্মত শিক্ষায় পরিণত করতে চাই। এজন্য বিদ্যালয়গুলোতে কোয়ালিটিপুর্ন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ২০৪১সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই উন্নত দেশের কারিগর হবে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০০৯ সাল থেকে এদেশে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করা হয়েছে। তাই প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার জন্যই এই সমাপনী পরীক্ষার আয়োজন। তিনি আজ বুধবার(২০নভেম্বর)সকাল ১১টায় কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে আগানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির মূল ভিত্তি। যদি প্রাথমিক শিক্ষায় ভাল না করা যায় তাহলে কোন শিক্ষার্থী ভবিষ্যতে ভাল শিক্ষা অর্জন করতে পারবে না। কেউকেউ এ পরীক্ষা পদ্বতি উঠিয়ে দেয়ার জন্য নানা কথা বলছেন। কিন্তু শিক্ষার্থীদের সামনে অষ্টম শ্রেনী, এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষার মাধ্যমে তাদের পরবর্তী পরীক্ষ্গুলো দিতে সাহস যোগাবে। তবে শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের জিপিএ ৫ পাওয়ার ব্যাপারে যে প্রতিযোগিতা করে তা থেকে বেরিয়ে আসতে হবে। জিপিএ৫ পেলেই যে তারা ভবিষ্যতে বড় কোন সরকারী কর্মকর্তা বা বিখ্যাত ব্যক্তি হবেন এমন কোন নিশ্চয়তা নাই। তিনি আরো বলেন,২য় শ্রেনী পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়ার চিন্তা ভাবনা চলছে। এব্যাপারে পর্যালোচনা করে স্দ্বিান্ত নেয়া হবে। অন্যান্য বছরেরতুলনায় এবছর সুষ্ঠ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশের কিন্ডারগার্ডেন স্কুলগুলোর বিষয়ে বিভিন্ন নীতিমালা প্রননয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন করা হবে। এবছর ১৮হাজার শিক্ষকদের নিয়োগ দেয়া হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ ইফতেখার হোসেন ভুইয়া,ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ