বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কলেজছাত্র রাকিবের চোখ উৎপাটন মামলায় ৪ জনকে যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদ- প্রদান করেছে আদালত। একই মামলায় অপর ৫ জনকে ১৩ মাস করে সশ্রম কারা-ে দ-িত করা হয়েছে। বরিশালের দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক মোঃ আনিসুর রহমান মঙ্গলবার আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অপর ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন সশ্রম কারাদ-প্রাপ্তরা হচ্ছে, মাসুদ আলম মৃধা (৪৪), মোঃ কালাম মৃধা (৪৫), মোঃ কামাল হাওলাদার (৪৫) ও মেহেদি হাসান রাজু (২২)। তাছাড়া মোঃ সায়েম ফরাজি (২০), মোঃ আরিফ মৃধা (৩২), আব্দুল হাকিম ঘরামি (৪৫), মোঃ তুষার (২১) ও মোঃ সিরাজ বয়াতিকে ১৩ মাস করে কারাদ- প্রদান করা হয়েছে।
২০১৪ সালের ৪ সেপ্টেম্বর দুপুরে বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র রাকিব কলেজ থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হরাব পরে বাহেরচর গ্রামের চরকান্দা মরাগাঙ্গীর খালের গোড়ায় পৌঁছলে আসামীরা রাকিবের ওপর হামলা চালিয়ে বেদম মারধর এবং এক পর্যায়ে তার দুটি চোখ উৎপাটন করে। এ ঘটনায় রাকিবের পিতা সেলিম হাওলাদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।