Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর ডিসি ও এসপির লাঠি-বাঁশি বিতরণ

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে যশোরে লাঠি ও বাঁশি বিতরণ অব্যাহত রয়েছে। যশোরের কেশবপুর, সদর ও মনিরামপুরের পর এবার শার্শা ও বেনাপোলে  ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যদের হাতে লাঠি-বাঁশি তুলে দেয়া হয়েছে। পুলিশ সুপার মো: আনিসুর রহমান জানান, পর্যায়ক্রমে যশোরের ৮টি উপজেলার সবখানে কমিটি গঠন করা হবে।
গতকাল মঙ্গলবার শার্শা ও বেনাপোলের অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার মো: আনিসুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিলেজ ডিফেন্স পার্টির কার্যক্রম উদ্বোধন করেন এবং বাঁশি-লাঠি বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর ডিসি ও এসপির লাঠি-বাঁশি বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ