Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় আংশিক পরিবহণ ধর্মঘট শুরু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ৫:০০ পিএম

পাবনায় নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবীতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে আংশিক পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের একপক্ষ পরিবহণ পুরোপুরি বন্ধ করতে চাইছেন, আর এক পক্ষ পরিবহণ চালানোর পক্ষে রয়েছেন। সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে । যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পতিত হয়েছেন। যে কোচগুলো রাজধানী এবং বাস অভ্যন্তরীণ রুটে যেতে চাইছে এদের সিডিউল ঠিক থাকছেন। অনিশ্চয়তার দোলাচলে পড়েছেন যাত্রীরা । একপক্ষ বলছেন, সড়ক দুর্ঘটনা কোনো ইচ্ছকৃত নয়, অনেক ক্ষেত্রে রাস্তার কারণে এবং মহা সড়কে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমনের , রাস্তার প্রস্থতা কম হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধু চালকদের দোষারোপ করে আইনে শাস্তি দিলে হবে না, তার আগে রাস্তা-ঘাট ঠিক করা, করিমন-নছিমন মহা সড়কে চলাচল বন্ধ করা প্রয়োজন। ড্রাইভার দুলাল মিয়া, কাজল জানান কোনো চালক ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটায় না। তবে তারা স্বীকার করেন অপরিপক্ব ড্রাইভার হলে দুর্ঘটনা ঘটে। এর জন্য প্রকৃত ড্রাইভারগণ দায়ী নন। সূত্র মতে, বিআরটিএ- এর এক শ্রেণীর অসাধু ব্যক্তি উৎকোচের বিনিময়ে লাইসেন্স প্রদান করে। যারা ঠিকমতো গাড়ির ব্রেক-এক্সলেটর চেনেন না। শুধু এক তরফা চালক-মালিকদের দোষ দিলে হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ