Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নাঙ্গলকোটে হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আহত গ্রেফতার ১

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাঙ্গলকোট উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বাজারে সিএনজি স্ট্যান্ডের চাঁদা আদায়কে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুইয়ার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ঢালুয়া বাজারে ঘটনাটি ঘটেছে। এসময় আবু বক্কর ছিদ্দিক আবু  নামে অপর একজন আহত হয়েছে। গুরুতর আহত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়াকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত ইউপি সদস্য অহিদুর রহমানকে গ্রেফতার করেছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা নিতে নিষেধ করলে একটি সন্ত্রাসী গ্রুপ আবু ইউছুফ ভুঁইয়ার উপর সন্ত্রাসী হামলা চালায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাঙ্গলকোটে হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আহত গ্রেফতার ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ