Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রায় পর্যালোচনার আবেদন করবে মুসলিম ল বোর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের চ‚ড়ান্ত রায় পর্যালোচনার আবেদন জানাবে ভারতের মুসলিম ল বোর্ড। রবিবার বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী এক মাসের মধ্যে এই আবেদন করা হবে। তবে এই মামলার সরাসরি কোনও পক্ষ নয় তারা। মামলার পক্ষগুলোকে আর্থিক ওই আইনি সহায়তা দিয়েছে তারা। ফলে তাদের হয়ে অন্য বাদীরাই এই মামলার রায় পর্যালোচনার আবেদন করবে। শতাব্দী প্রাচীন বিবাদের আইনি ইতি টেনে ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে,অযোধ্যার বিতর্কিত ওই ২ দশমিক ৭৭ একর জমিতে গড়ে উঠবে রাম মন্দির। আর অন্য কোনও গুরুত্বপ‚র্ণ স্থানে মসজিদের জন্য বরাদ্দ করা হবে ৫ একর জমি। নিয়ম অনুযায়ী যেকোনও তিন বাদী সুপ্রিম কোর্টের মামলার রায় পর্যালোচনার আবেদন করতে পারে। রবিবার ল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অযোধ্যা মামলার অন্য পক্ষরাও সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনার আবেদন করতে চায়। মামলার অন্যতম পক্ষ জমিয়ত উলেমা-ই হিন্দ আবেদন করার জানিয়েছে। আবেদনে সম্মত হওয়া অপর দুই পক্ষ কারা তা জানায়নি ল বোর্ড। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ