Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রি গ্যাস নিতে বিকিনি পরে স্টেশনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

রাশিয়ার সামারা শহরের ‘দ্য অলভি’ নামের একটি গ্যাস স্টেশন স¤প্রতি এক বিজ্ঞাপনে জানায়, যারা বিকিনি পরে আসবেন, তারা ফ্রিতে গ্যাস পাবেন। এই সুযোগ পুরুষ নাকি নারীদের জন্য তা উল্লেখ ছিল না বিজ্ঞাপনটিতে। তাই ফ্রিতে গ্যাস নিতে স্টেশনটিতে বিকিনি পরে হাজির হয় একাধিক পুরুষ। কিছু পুরুষ বিকিনি পরে স্টেশনটির গ্যাস ভরার লাইনে তাদের গাড়ি দাঁড় করিয়ে দেন। কিছু পুরুষ বিকিনির পাশাপাশি হাই হিল পরে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। কয়েকজন বিকিনি পরা পুরুষদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। গ্যাস স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা পুরুষদের এভাবে বিকিনি পরে গ্যাস নিয়ে আসায় প্রথমে অবাক হয়ে যান। কিন্তু দিনের শেষে তারা সফল। কারণ তারা প্রচারণা চেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মতে, নারীদের পাশাপাশি পুরুষরা বিকিনি পরে ফ্রিতে গ্যাস নিতে আসায় গ্যাস স্টেশনটির প্রচারণার উদ্দেশ্য প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ