রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে বড় কাটুরিয়া গ্রামে ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৫ জুয়াড়িকে তিন দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নেত্রকোনা মডেল থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের বড় কাঠুরিয়া গ্রামের আব্দুল বারেকের পতিত জমিতে স্থানীয় জুয়াড়িরা গত শনিবার ষাঁড়ের লড়াইয়ের মাধ্যমে জুয়ার আসর জমায়। পুলিশ সেখানে ঝটিকা অভিযান চালিয়ে লড়াইয়ের দুটি ষাঁড়সহ ৫ জুয়াড়িকে আটক করে। শনিবার রাত ৮টার দিকে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা তাদেও প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সাজাপ্রাপ্তরা হলো দুর্গাপুর উপজেলার তিতাসজান গ্রামের আব্বাস আলীর পুত্র আব্দুল কদ্দুস, বাবুল মিয়ার পুত্র রইছ উদ্দিন, কলমাকান্দা উপজেলার সিধলী গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র হাফিজ উদ্দিন, সদর উপজেলার কড়ইকান্দি গ্রামের কাসম আলীর পুত্র সবুজ মিয়া ও পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের বাবুল মিয়ার পুত্র মোস্তফা মিয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জুয়াড়ীদের সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার জব্দকৃত ২টি ষাঁড় নেত্রকোনা মডেল থানায় প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।