Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দিনেই জিতল সিলেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 জাতীয় ক্রিকেট লিগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নিয়েছে সিলেট। চট্টগ্রাম বিভাগকে ৯ উইকেটে হারিয়ে দুই দিনেই ম্যাচ নিজেদের করে নিলো দলটি। এছাড়াও দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগ। দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৫২ রান, রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ২২৪ রান এবং বরিশালের সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। অপরদিকে খুলনায় দ্বিতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে সিলেট বনাম চট্টগ্রামের।

গতকাল ৫ উইকেটে ১৮৬ রানে ম্যাচের দ্বিতীয় দিন শুরু করে সিলেটের ইনিংস গুটিয়ে যায় ২৩০ রানে। ১২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম। কিন্তু এবারও রুহেল ঝড়ে বেসামাল হয়ে পড়ে চট্টগ্রাম শিবির। ১৬৫ রানে গুটিয়ে যাওয়ায় ৪১ রানের লক্ষ্যে দাঁড়ায় চট্টগ্রামের সামনে। ৯ উইকেট হাতে রেখে ৫.৫ ওভারে দ্বিতীয় দিনেই খেলা শেষ করে দেয় সিলেট। সিলেটের রুহেল মিয়া দুই ইনিংস মিলিয়ে নেন ১৩ টি উইকেট। এর আগে চট্টগ্রামের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ১০৬ রান।
একই দিনে শেখ আবু নাসের স্টেডিয়ামে ৭ উইকেটে ২৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ঢাকা বিভাগ। জিয়াউর রহমানের বোলিং তোপে ধাকার ইনিংস থামে ২৭৯ রানে। খুলনা বিভাগের হয়ে বল হাতে আব্দুল হালিম ৫টি ও জিয়াউর রহমান নেন ৪টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তুষার ইমরানের অপরাজিত ৭৫ এবং নুরুল ইসলামের অপরাজিত ৫৬ রানে ভর করে দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৫২ রান।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সোহরাওয়ার্দী শুভর ১০৫, আরিফুল হকের ৫৭ রানের সুবাদে ১ম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগের হয়ে ৪ উইকেট নেন দেলোয়ার হোসেন এবং ৩টি উইকেট পান মোহর শেখ। জবাবে দ্বিতীয় দিন শেষে রাজশাহী বিভাগ ৫০ রান পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ৫ উইকেট।
এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগের ৪১৪ রানে থামে ঢাকা মহানগরী। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে বরিশালের সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান। অপরাজিত রয়েছেন শামসুর রহমান (৯০) এবং মার্শাল আইয়ুব (৮৫)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ