Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে কে কোন দলে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১০:১৭ পিএম

গতকাল শনিবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুর্নামেন্টের লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আসরের কার্যক্রম। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে মোট ৪৩৯ জন বিদেশি ও ১৮১ জন দেশি ক্রিকেটারের।
এবারের বিপিএলে অংশ নিতে যাচ্ছে সাতটি দল। সেগুলোর নাম দেওয়া হয়েছে যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
চলুন দেখে নিই এখন পর্যন্ত কে কোন দলে জায়গা পেয়েছেন :
ঢাকা প্লাটুন : দেশি ক্রিকেটার : তামিম ইকবাল (এ +), মাশরাফি বিন মুর্তজা (এ +), মুমিনুল হক (এ), এনামুল হক বিজয় (বি), মেহেদী হাসান (বি), আরিফুল হক (বি), শুভাগত হোম (বি), রকিবুল হাসান (সি), জাকের আলি (ডি), হাসান মাহমুদ (ই)।
বিদেশি ক্রিকেটার : শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস ক্রিস।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : দেশি ক্রিকেটার : মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ), কাজী নুরুল হাসান সোহান (বি), রুবেল হোসেন (বি), নাসির হোসেন (সি), মুক্তার আলি (সি), এনামুল হক জুনিয়র (ডি), পিনাক ঘোষ (ডি), জুনায়েদ সিদ্দিকি (সি), নাসুম আহমেদ (ডি)।
বিদেশি ক্রিকেটার : ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ার্ন বার্ল, ইমাদ ওয়াসিম।
সিলেট থান্ডার : দেশি ক্রিকেটার : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ), নাজমুল ইসলাম অপু (বি), সোহাগ গাজী (সি), রনি তালুকদার (বি), নাইম হাসান (বি), মো. দেলোয়ার হোসেন (সি), মনির হোসেন খান (সি), রুবেল মিয়া (ডি)।
বিদেশি ক্রিকেটার : শেরফেইন রাদারফোর্ড,শফিকুল্লাহ শাফাক, নাবিনুল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস।
রাজশাহী রয়্যালস : দেশি ক্রিকেটার : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), আবু জায়েদ রাহী (বি), ফরহাদ রেজা (বি), তাইজুল ইসলাম (এ), অলক কাপালি (সি), কামরুল ইসলাম রাব্বি (বি), ইরফান শুক্কুর (সি), মিনহাজুল আবেদিন আফ্রিদি (ডি), নাহিদুল ইসলাম (সি)।
বিদেশি ক্রিকেটার : রবি বোপারা, হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান।
রংপুর রেঞ্জার্স : দেশি ক্রিকেটার : মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি), আরাফাত সানি (সি), জহুরুল ইসলাম (বি), তাসকিন আহমেদ (বি), জাকির হাসান (সি), ফজলে মাহমুদ রাব্বি (বি), নাদিফ চৌধুরী (সি), সঞ্জিত সাহা (ডি)।
বিদেশি ক্রিকেটার : মোহাম্মদ নবি, শাই হোপ, ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট।
খুলনা টাইগার্স : দেশি ক্রিকেটার : মুশফিকুর রহীম (এ +) , শফিউল ইসলাম (বি), নাজমুল হোসেন শান্ত (বি), আমিনুল ইসলাম বিপ্লব (ডি), শামসুর রহমান শুভ (সি), সাইফ হাসান (সি), মেহেদী হাসান মিরাজ (এ), শহিদুল ইসলাম (সি), আলিস আল ইসলাম (ডি), তানভির ইসলাম (ডি)।
বিদেশি ক্রিকেটার : রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রহমানুল্লাহ গুলবাজ।
কুমিল্লা ওয়ারিয়র্স : দেশি ক্রিকেটার : সৌম্য সরকার (এ), আল আমিন হোসেন সিনি. (সি), ইয়াসির আলি (বি), সাব্বির রহমান (বি), সানজামুল ইসলাম (বি), আবু হায়দার রনি (বি), মাহিদুল ইসলাম অঙ্কন (ডি), সুমন খান (ডি), ফারদিন হোসেন অনি (ডি)।
বিদেশি ক্রিকেটার : কুশল পেরেরা, মুজিব-উর রহমান, ডেভিড মালান, দাসুন সানাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ