মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান আইএসের ছয় শতাধিক সদস্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে দেশটির সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়. বিগত দুই সপ্তাহে ৬০০ এরও বেশি আইএস আত্মসমর্পণ করেছে যাদের মধ্যে পাকিস্তানি, মধ্য এশীয় ও ইরানি নাগরিক রয়েছে। বিগত বছরগুলোতে আফগানিস্তানে তালেবানদের সঙ্গে পাল্লা দিয়ে হামলার সংখ্যা বৃদ্ধি করেছে আইএস। ২০১৭ সালের শেষ দিকে ইরাক ও সিরিয়ায় পরাজয়ের পর তারা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে ঘাঁটি গাড়ছে তারা। মিসর, ফিলিস্তিন, ফিলিস্তিনের সঙ্গে সঙ্গে আফগানিস্তানেও উপস্থিতি বাড়ায় তারা। স¤প্রতি দেশকে আইএসমুক্ত করার ঘোষণা দেয় আফগানিস্তান। এর কিছুদিন পরই্ আইএস সদস্যরা আত্মসমর্পণ শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির প‚র্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে শুক্রবার ২৪ নারী ও ৩১ শিশুসহ ১৮ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। আর এটা নিয়ে ২ সপ্তাহে মোট আত্মসমপর্ণের সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ইরান ও কুর্দি নাগরিক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দ্রাবি দাবি করেন, নানগাহার প্রদেশের প‚র্বাঞ্চল থেকে আইএস সম্প‚র্ণ নির্ম‚ল করা হয়েছে। তারা বিকল্প ঘাঁটি তৈরির চেষ্টা করছে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।