রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে আশরাফুল আলম : রাণীশংকৈলসহ দিনাজপুর জোনে নিয়োগপ্রাপ্ত ১৬৫ জন ভূমি জরিপের মৌসুমী সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যান কাজ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে জীবন-যাপন করছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর একটি জাতীয় পত্রিকায় অধুনালুপ্ত ছিটমহলের মাঠ পর্যায়ে ভূমি জরিপ কাজের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে দিনাজপুর জোনে ১১,১২ ও ১৩ নভেম্বর ১৬৫ জন মৌসুমী সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগপ্রাপ্ত মৌসুমী সর্দার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের এখনো কাজে যোগদান না করানোয় তারা পরিবার-পরিজনদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এ ব্যাপারে দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন জানান, তাদের যাচাই-বাছাই করা হয়েছে। তাদের কোন নিয়োগপত্র দেয়া হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ছিটমহলগুলোতে মাঠ পর্যায় সরকারের ডিজিটাল সার্ভে কাজ চলছে। বাংলাদেশ ডি.এল.আর এন্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন রংপুরজোনের সভাপতি ফরিদ আহম্মেদ জানান, তারা বিটিশ আমল থেকে এ কাজ করে আসছে। সরকার ইচ্ছে করলে তাদের ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ দিয়ে মৌসুমী কর্মচারীদের কাজে লাগাতে পারে। দিনাজপুর জোনের অধীন সর্দার আমিন রবিউল আওয়াল, স্বপন চন্দ্র রায়, হাবিবুর রহমান, বদর আমিন মোহাম্মদ আলী, চেইনম্যান আহসান হাবিব ও মীর মোশারফ হোসেন জানান, ভূমি রেকর্ড ও ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষের অবহেলায় তাদের কাজে যোগদান করা হচ্ছে না। মৌসুমী কর্মচারীরা জানান, তারা ব্রিটিশ আমল থেকে সুদক্ষ হাতে নকশা তৈরি ও ভূমি জরিপ করে আসছে। বর্তমানে মাঠ পর্যায় তাদের যোগদান করার কথা থাকলেও সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের স্থানে সার্ভেয়ার ও খালাসিদের নিয়োগ দেয়া হয়েছে। এনিয়ে তারা গত ৬ জানুযারি প্রধান মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে এবং দেশের বিভিন্ন জোনে মানববন্ধন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।