Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে দল পেলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৯:২২ পিএম

অবশেষে দল পেলেন মাশরাফি বিন মুর্তজা। দেশি ক্রিকেটারদের মধ্যে অষ্টম ডাকে গিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নিয়েছে ঢাকা।এই রাউন্ডে কিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে নিয়েছে রাজশাহী। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মনির হোসেন খেলবেন সিলেটে। রংপুর নিয়েছে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে খেলা ব্যাটসম্যান নাদিফ চৌধুরিকে। বাঁহাতি ব্যাটসম্যান পিনাক ঘোষ খেলবেন চট্টগ্রামে। কুমিল্লা নিয়েছে তরুণ সম্ভাবনাময় পেসার সুমন খানকে। খুলনা নিয়েছে পেসার শহিদুল ইসলামকে।
মাশরাফির জন্য অবশ্য এমন অভিজ্ঞতা এবারই প্রথমবার নয়। ২০১২ সালেও শুরুতে কোনো দল নেয়নি এই পেসারকে। পরে তাকে শেষ মুহূর্তে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আর সেবার ওই দলের নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়নও করেছিলেন মাশরাফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ