পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এই দেশে সুনীতি-দুর্নীতি যা কিছু আছে সবই সরকার করে।
রোববার সকালে মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অপর্ণ শেষে মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, একটি অহসনীয় অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী গতকাল দেশের বাইরে যাওয়ার সময় বলে গেছেন তার ঘরে পিয়াজ ছাড়া খাবার হয়েছে। এটাকি একটা প্রধানমন্ত্রীর কথা হলো? বাংলাদেশের পিয়াজ ২আনা সের ছিলো। আমি ৬৩-৬৪ সনে বাজার করতাম। ২আনা সের পিয়াজ কিনতাম। আজ তা ২৫০টাকা কেজি।
এই পিয়াজী করে আওয়ামী লীগের ছায়া তলে কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছে। এটা দেশের সুশাসন বলে না। এটা দুঃশাসন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, টাঙ্গাইল জেলা সভাপতি এডভোকেট রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।