মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর জন্য তুরস্ককে হুমকি দিয়ে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই চিঠি আবার তার হাতেই ফিরিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। সিরিয়া নিয়ে ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে ছুড়ে ফেলেছিলেন’ এরদোগান। হেয়াইট হাউজে বুধবার এক সংবাদ সম্মেলনে এরদোগান নিজেই জানিয়েছেন সেকথা। গত মাসে পাঠানো ওই চিঠিতে এরদোগানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেছিলেন, যেন তিনি (এরদোগান) কঠোর এবং বেকুব না হন। চিঠিটি পড়ার পরই বেজায় ক্ষুব্ধ হয়ে এরদোগান তা ডাস্টবিনে ছুড়ে ফেলেছিলেন বলে সে সময় খবর প্রকাশ করা হয়েছিল তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে। তবে এরদোগান এমন খবর দৃশ্যত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “চিঠিটি ফের মি.প্রেসিডেন্টের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে চিঠি পেয়েছিলাম সেটি আবার ফিরিয়ে দিয়েছি।” ট্রাম্প চিঠিটিতে এরদোগানকে একটি চুক্তি করার অনুরোধ জানিয়েছিলেন এবং তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালালে দেশটির অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এরদোগানকে সঠিক এবং মানবিক উপায়ে কাজ করার পরামর্শও চিঠিতে দিয়েছিলেন ট্রাম্প। আনাদোলু, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।