Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিপর্যয়কর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির দিকে যাচ্ছে। এ পরিস্থিতিতে এই দুই দেশের মধ্যে সংঘাত অনিবার্য হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় সুরক্ষা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এই সতর্কবার্তা দিয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কে মার্কিন জাতীয় কমিটি আয়োজিত ইউএস-চীন সম্পর্ক বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিসিঞ্জার এসব কথা বলেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ওপর ‹বিশ্বের ভবিষ্যত নির্ভর করছে। কিসিঞ্জার বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, চীনের বিবর্তনের অনেক দিকই রয়েছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেছেন, যে বিষয়টি জরুরি তা হলো, উভয় দেশই বুঝতে পারে যে, তাদের মধ্যে স্থায়ী দ্ব›েদ্ব কেউ জিততে পারবে না। এ অবস্থা স্থায়ী বিরোধের দিকে চালিত হলে বিপর্যয়কর পরিণতি ঘটবে বলে মন্তব্য করেন কিসিঞ্জার। কিসিঞ্জার বলেছেন, যদি কোনও সমাধান না করা হয়, তবে পরবর্তী দ্ব›দ্ব বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ হবে, যা ইউরোপীয় সভ্যতার ক্ষতিগ্রস্থ করেছিল। তিনি বলেন, এক পক্ষ অন্য পক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে পারে, এখন আর তা ভাবা সম্ভব নয়। এদিকে, গত সেপ্টেম্বর মাসে মার্কিন জয়েন্ট জেনারেল চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এশিয়া সফর করেন। তিনি এই অঞ্চলকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ অগ্রাধিকার হিসেবে অভিহিত করেছেন। সে সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে মহান-শক্তি প্রতিযোগিতা চলছে। ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ