Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

এক দশকের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দায় হংকং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

হংকংয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছে চীন সরকার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি সহিংসতার বিরোধী হয় তাহলে তারা যেনো হংকংয়ের বিক্ষোভকারীদের সহিংস আচরণের নিন্দা জানায়। দীর্ঘদিন ধরে হংকংয় আন্দোলন চলছে। স¤প্রতি সেখানে এক নাগরিকের গায়ে আগুন দেয়ার ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেন মুখপাত্র বলেন, ‘তারা যদি হংকংয়ের বিক্ষোভকারীদের নিন্দা না জানায় তাহলে ধরে নেয়া হবে যে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে ওই দুই দেশের গোপন কোনো দুরভিসন্ধি রয়েছে।’ প্রায় পাঁচ মাস আগে হংকংয়ের পার্লামেন্টে একটি প্রত্যর্পণ বিল প্রস্তাব করা হয়। প্রস্তাবিত বিল অনুযায়ী, হংকংয়ের অপরাধীদেরকে চীন সরকারের কাছে হস্তান্তর করা যাবে। পার্লামেন্টে বিল উত্থাপনে পরপরই সেই বিল নিয়ে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। সিনহুয়া এ খবর জানায়। অপরদিকে রয়টার্সের খবরে বলা হয়, কয়েক মাস ধরে বিক্ষোভ-গোলযোগপ‚র্ণ হংকংয়ে এক দশকের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে এর আগের তিন মাসের তুলনায় দেশটির অর্থনীতি ৩ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। এ হিসাবে এক বছর আগের তুলনায় এ বছর তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়ে নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে। পর্যটকরা হংকংয়ে পা বাড়াচ্ছেন না। চলমান সরকারবিরোধী বিক্ষোভ-পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে দোকানদাররাও ভুক্তভোগী হচ্ছে। চীনের ম‚লভ‚খÐে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাস থেকে হংকংয়ে এ আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। টানা বিক্ষোভের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা আত্মনিয়ন্ত্রণাধিকারের আরো অনেক দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গত কয়েকমাস ধরে প্রতি সপ্তাহেই বিক্ষোভ হচ্ছে। ব্যাপক বিশৃঙ্খলা এবং হত্যার ঘটনাও ঘটছে। বৃহস্পতিবারের বিক্ষোভে একজন মারাও গেছে। বিশৃঙ্খল পরিবেশের কারণে হংকংয়ে ২০০৩ সালের সার্স ভাইরাস সংক্রমণ সংকটের পর থেকে গত অগাস্টে পর্যটকের আনাগোনা সবচেয়ে কম দেখা গেছে। হোটেলগুলো তাদের রুম ভাড়া দেওয়ার লোক না পেয়ে দাম কমাচ্ছে। বৃহস্পতিবার হংকংয়ের দুটো প্রধান কোম্পানি বিক্ষোভের কারণে তাদের অর্থনৈতিক ক্ষতির খতিয়ান প্রকাশ করেছে। লাস্কারি ফ্যাশন হাউজ বারবেরি জানিয়েছে, হংকংয়ে তাদের বিক্রি ১০ শতাংশেরর বেশি কমে গেছে। ক্যাথাই প্যাসিফিক এয়ারলাইনও বিক্ষোভের কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ