Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অরুণাচল ভারতীয় ভূখন্ড নয় : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের উত্তর-প‚র্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সা¤প্রতিক সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। বেইজিং বলেছে, চীন কখনই অরুণাচল প্রদেশকে ভারতীয় ভ‚খন্ড বলে মানতে রাজি নয়। কারণ তারা এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত নামে ডাকে। বৃহস্পতিবার সাধারণ নাগরিক ও সেনার বন্ধুত্বপ‚র্ণ সহাবস্থানকে আরও উৎসাহ দিতে অরুণাচল প্রদেশের তাওয়াং সফর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে সামরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং শুক্রবার রাজনাথের এই সফরের প্রতিবাদ জানিয়ে বলেন, অরুণাচল প্রদেশকে কোনোদিনও ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয় চীন। এই অঞ্চলে ভারতীয় নেতাদের কার্যকলাপের চ‚ড়ান্ত বিরোধিতা করে যাবে বেইজিং। এই অঞ্চলে শান্তি রক্ষার লক্ষ্যে ভারতের কোনো উসকানিম‚লক পদেক্ষেপ নেয়া উচিত নয় বলেও ওই মুখপাত্র উল্লেখ করেন। অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যা মেটাতে এখন পর্যন্ত চীন ও ভারত ২১ দফা বৈঠক করেছে। এই অঞ্চলে ভারত ও চীনের মধ্যে তিনি হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ