Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলে দল হারালেন ৭১ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৭:০০ পিএম

আইপিএলে নিলামের আগেই দল হারালেন ৭১ জন ক্রিকেটার। শুক্রবার (১৫ নভেম্বর) প্লেয়ার রিলিজের শেষ দিন ছিল। ফ্রাঞ্চাইজিগুলো ১২৭ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে ৩৫ জন বিদেশি।
কলকাতা নাইট রাইডার্স নিলামের আগে রবিন উথাপ্পা, ক্রিস লিন, কার্লোস ব্রাথওয়েট ও এনরিখ নর্টজেদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। শাহরুখ খানের দলটি মোট ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। গত বছর ৮.৪ কোটি দামে কিনে নেওয়া জয়দেব উনাদকাটকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। উনাদকাটসহ তারা মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে।
এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব ডেভিড মিলার, স্যাম কুরান ও বরুণ চক্রবর্তীসহ ৮ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আরেক দল চেন্নাই সুপার কিংস স্যাম বিলিংস, ডেভিড উইলি, মোহিত শর্মাদের ছেড়ে দিয়েছে। সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ সাকিবসহ মার্টিন গাপটিল, ইউসুফ পাঠানকে ছেড়ে দিয়েছে। তবে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডেল স্টেইন, কলিন ডে গ্র্যান্ডহোম, মার্কাস স্টোইনিসরা রয়েছেন ব্যাঙ্গালুরুর ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ