Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএল থেকেও ছিটকে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৬:৫৬ পিএম

নিষেধাজ্ঞার কারণে টি-টোয়েন্টির পর ওয়ানডে র‌্যাঙ্কিং থেকেও সাকিব আল হাসানের নাম মুছে ফেলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে টেস্ট র‌্যাঙ্কিং থেকেও বাদ পড়ে যাবে দেশ সেরা এ ক্রিকেটারের নাম।
তারই ধারাবাহিকতায় এবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ থেকেও বাদ পড়লেন অলরাউন্ডার সাকিব। টুর্নামেন্টের দলগুলো তাদের রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নেই তার নাম। তার মানে সাকিবকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। নিষেধাজ্ঞার কারণে তাকে তো আর দলে রাখা সম্ভব নয়। তাহলে না ছেড়ে উপায় কী? সাকিবের বদলে হায়দরাবাদ কাকে দলে নেয় সেটা দেখার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা।
আট বছরের মধ্যে এই প্রথম আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ক্রিকেটের এ মহাতারকা। এর আগে সাকিব খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
নিষেধাজ্ঞার খড়গ থেকে সাকিবের মুক্তি মিলবে ২০২০ সালের ২৯ অক্টোবর। কিন্তু তার আগেই আইপিএলের আগামী আসর শেষ হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ