Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ উইকেট শিকার করে রুয়েলের চমক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৫:৩০ পিএম

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে চমক দেখালেন তরুণ পেস বোলার রুয়েল মিয়া। সিলেট বিভাগের হয়ে এ বোলার একাই শিকার করলেন ৮ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে আজ ১০৬ রানেই অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই দলকে সফলতা এনে দেন ইমরান আলি। সাদিকুর রহমানকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। এরপরই তাণ্ডব শুরু করেন রুয়েল। পিনাক ঘোষকে উইকেটরক্ষক অমিতের হাতে ক্যাচ দিতে বাধ্য করে শুরু করেন উইকেট শিকারের তাণ্ডব। এরপর তুলে নেন চট্টগ্রামের আরও ৭ উইকেট। মাঝে শুধু ২১ রান করা ইরফান শুক্কুরকে আউট করেন রেজাউর রহমান।
রুয়েল মিয়া ১৪.১ ওভার বলে করে ২৬ রানের বিনিময়ে তুলে নেন ৮ উইকেট। এবারের আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার এটাই। তিনি মেইডেন দেন ৪ ওভার। এটি রুয়েলের তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচ। এর আগের দুই ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করেছিলেন ১৮ বছর বয়সী এ পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ