Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাল্টাকে বিধ্বস্ত করল স্পেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ৩:৩৭ পিএম

ইউরোর বাছাইপর্বে মাল্টাকে উড়িয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল স্পেন। কাদিস শহরে শুক্রবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে স্বাগতিক স্পেন।
২৩তম মিনিটে আলভারো মোরাতার গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সান্তি কাসোরলা।
দ্বিতীয়ার্ধে ৬২ থেকে ৭১, এই নয় মিনিটে আরও চারটি গোল করে স্কোরলাইন ৬-০ করে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলগুলো করেন পাউ তরেস, পাবলো সারাবিয়া, দানিয়েল অলমো ও জেরার্দো মরেনো। ৮৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে মাল্টার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাভাস।
বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত স্পেনের অর্জন ৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট। আরেক ম্যাচে রোমানিয়ার মাঠে ২-০ গোলে জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেনও। তাদের পয়েন্ট ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ