Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্বীনিয়া মাদরাসা বোর্ডের দাহম ও হাফতম এর সমাপনী পরীক্ষা শুরু

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১:৫২ পিএম

সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলা পরিবেশে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবস্থিত বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ড ছারছীনা শরীফের অধীন দাহম(৫ম) ও হাফতম(৮ম) এর সমাপনী সার্টিফিকেট পরীক্ষা-২০১৯ সারাদেশে একযোগে শুরু হয়েছে। রোববার দেশে মোট ৪৩টি কেন্দ্রে ১২১০ জন ছাত্র এ পরীক্ষায় বসেছে।

রোববার প্রথমদিনে হাফতম(৮ম) এ তরজমায়ে কুরআন এবং দাহম(৫ম) আরবী সাহিত্য বিষয় পরীক্ষা শুরু হয়।

হাফতমে ২১০ এবং দাহমে ১০০০ জন ছাত্র মিলিয়ে মোট ১২১০জন ছাত্র নকল মুক্ত পরিবেশে এ পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ‘ছারছীনা দারুসুন্নাত নেছারিয়া দ্বীনিয়া মাদরাসায়’ হাফতমে ৯৫ এবং দাহমে ৯৪ জন ছাত্র পরীক্ষায় বসেছে।

পরীক্ষা কমিটির সভাপতি ডাঃ মাসুম বিল্লাহ জানান, সারাদেশে একযোগে শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে দ্বীনিয়া মাদরাসার পরীক্ষা শুরু হয়েছে। তাদের মাদরাসায় দেশে মোট ১২১০জন ছাত্র পরীক্ষা দিচ্ছে।

বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ড. সৈয়দ মো. শরাফত আলী জানান, সারাদেশে একযোগে দাহম ও হাফতম দ্বীনিয়া মাদরাসার সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। শান্তিপূর্ন পরিবেশে তাদের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষা শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ