Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোবাইল বাজলেই বাবা ডাকে কান্তাশ্রী

ব্যবসায়ী কমল কান্তিকে ফিরে পাওয়ার আকুতি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

রগুনার বামনা থানার মা ব্রিকসের ম্যানেজার ছিলেন কমল কান্তি। তার ১১ মাসের মেয়ে কান্তাশ্রীরী। কমল কান্তি বাড়িতে মোবাইলে কল এলেই বাবা ডেকে ওঠে কান্তাশ্রীরী। অথচ সেই কমল কান্তি গত ২১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। ওই দিন তিনি ব্যবসার কাজে রওনা হন ঢাকার পথে। রওনা দেয়ার আগে আদর করে ভাত মেখে খাওয়ান ১১ মাসের মেয়ে কান্তাশ্রীরীকে। তারপর আর বাড়ি ফিরতে পারেননি তিনি। তিনি কোথায় আছেন, কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কি না এর কিছুই জানেন না তার পরিবার। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে মেয়ে কান্তাশ্রীরীকে কোলে নিয়ে এসব কথা বলেন কমল কান্তির স্ত্রী অনিতা রানী। তার দাবি একটাই, স্বামী কোথায় আছে তার সন্ধান যেন পান।
অনিতা রানী সাংবাদিকদের বলেন, ছোট মেয়েকে সে অনেক ভালোবাসত। কাজে বেরিয়ে যেত সকালে, সারাদিন বাইরে থাকত। একটু পরপরই ফোন করে মেয়ের সঙ্গে কথা বলত। মেয়েটাও খুব বাবা ভক্ত ছিল। দুই মাস হতে চলল, আমার স্বামী নিখোঁজ। কিন্তু মোবাইলে কল এলেই মেয়েটা মনে করে, ওর বাবা ফোন দিয়েছে। সবসময় বাবা বাবা বলে কান্না করে। রাতে বিছানায় বাবাকে খোঁজে। ওইটুকু অবুঝ শিশুর কান্না দেখে মনকে মানাতে পারি না। স্বামীকে হারানোর কষ্ট দ্বিগুণ হয়ে যায়।
আনিতা রানী বলেন, কমল কান্তি গত ২১ সেপ্টেম্বর ঢাকার পথে রওনা হওয়ার পর আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এর কয়েকদিন পর মাওয়া ঘাটে পাওয়া একটি লাশ আমাদের দেখিয়ে বলে, ওইটা আমার স্বামীর লাশ। কিন্তু আমাদের বিশ্বাস, ওইটা ওর লাশ হতে পারে না। তাকে গুম করা হয়েছে। সেইসঙ্গে ওকে গুম করার পেছনে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। তিনি আরো বলেন, কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই বিচারের দাবি জানাতে প্রেস ক্লাবে এসেছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন কমল কান্তির বাবা। তিনি বলেন, শত্রুতার জের ধরে আমার ছেলেকে গুম করা হয়েছে। পরে অন্য একটা লাশ দেখিয়ে তারা বলে, ঢাকা যাওয়ার পথে মাওয়া ঘাটে ডুবে মারা গেছে কমল। ওরা যে ছবি দেখিয়েছে, সেটার সঙ্গে আমার ছেলের কোনো মিল নেই। আমার ছেলের সন্ধান চাই। মানববন্ধনে কমল কান্তিকে খুঁজে বের করার দাবি জানিয়ে বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, একটি মহল সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকা-ে লিপ্ত হয়েছে। সনাতন সম্প্রদায়ের ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে তারা। এ বিষয়ে সনাতন সম্প্রদায়কে সজাগ থাকতে হবে। পরিষদের সভাপতি দিপঙ্কর শিকদার দিপুর সভাপতিত্বে মানববন্ধনে সহ-সভাপতি ড. বিপ্লব ভট্টাচার্য, অসীম দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • Zahid Hossain ১৬ নভেম্বর, ২০১৯, ১:২৮ এএম says : 0
    দেশের গুমের সারি আরও কত দীর্ঘ হবে আল্লাহই ভালো জানেন।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ১৬ নভেম্বর, ২০১৯, ১:২৮ এএম says : 0
    মানুষের আহাজারি দেখলে কলিজা ফেটে বের হয়ে যাবে মনে হয়। কিন্তু সন্ত্রাসীদের কোনো মায়া নেই।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম চঞ্চল ১৬ নভেম্বর, ২০১৯, ১:২৯ এএম says : 0
    আহ!! বাচ্চাটার দিকে তাকিয়ে খুবই খারাপ লাগছে। কত সন্তান এভাবে বাবা হারা হবে আল্লাহ তুমিই ভালো জানো।
    Total Reply(0) Reply
  • ড.এ এইচ এম সোলায়মান : ১৬ নভেম্বর, ২০১৯, ১:২৯ এএম says : 0
    সরকারকে দ্রুত তাকে খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • সাজন মিশ্র ১৬ নভেম্বর, ২০১৯, ২:৪৬ পিএম says : 0
    আমি সবসময়ই বলে থাকি, বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান, আমরা সবাই ই বাংলা মায়ের সন্তান। আমরা ভাল দেখলে অর্জন করব এবং মন্দ দেখলে বর্জন করব। কিন্তু দুঃখের বিষয়,প্রতিনিয়তই আমরা শুনতে পাই, কোথাও না কোথাও কোনও না কোনও ভাবে নির্যাতনের শিকার হচ্ছে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। এর কি বিচার হচ্ছে, আমার জানা নেই। মুক্তিযোদ্ধের চেতনায় স্বাধীন হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয় বর্তমান বাংলাদেশে জানিনা কেন জানি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে দিনে দিনে। আমরা কখনোই কাউকে হিংসা করি না আঘাৎও করি না, তবে প্রতিনিয়তই আমরা কেন নির্যাতনের শিকার হচ্ছি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ