প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : মাছরাঙা টেলিভিশনের এবারের ঈদ আয়োজনে থাকছে ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ঘাড়ত্যাড়া মজনু’। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। লিটু সাখাওয়াতের রচনায় এটি পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয় করেছেন জাহিদ হাসান, তানজিন তিশা, মিলন ভট্টসহ আরও অনেকে। গল্পে দেখা যাবে, মজনুর প্রধান সমস্যা হলো সে প্রচ- রাগী। কথায় কথায় রেগে যায়। মা-বাবা, ভাই-বোন, প্রতিবেশী সবাই তাকে এই রগচটা স্বভাবের জন্য ভয় পায়। এই কারণে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে। একদিন ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে যে সত্যি সত্যি মজনুর ঘাড়টা বাঁকা হয়ে গেছে। পীর-ফকির দেখিয়েও প্রতিকার পায় না। লজ্জায় সে রাস্তায় বের হতে পারে না। বোরকা পরে বের হয়। বাবা চিন্তা করে ছেলের একটা বিয়ে দিতে পরলে হয়ত ওর এই সমস্যার সমাধান হবে। হয়ও ঠিক তাই। মেয়ের বাড়ি থেকে লোকজন আসে তাকে দেখতে। সেই দিনই মজনুর ঘাড় ঠিক হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।