মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অযোধ্যায় মসজিদ তৈরির জন্য সুপ্রিম কোর্ট যে বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে, তা নিতে আপত্তি জানাল এই মামলার অন্যতম মুসলিম আবেদনকারী সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ। কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর তারা জানিয়েছে, মসজিদের বিকল্প হিসেবে টাকা বা জমি কোনওটা নিতেই রাজি নয় তারা। তারা রায় পর্যালোচনারও আবেদন জানাতে পারে বলে জানিয়েছে জমিয়তে ওলামায়ে হিন্দ।
এ বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছে সংগঠনের প্রেসিডেন্ট আর্শাদ মাদানির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইনডিং কমিটি। জমিয়তে ওলামায়ে হিন্দ-এর উত্তরপ্রদেশের প্রধান মৌলানা আশাদ রশিদি জানিয়েছেন, ওয়ার্কিং কমিটির বৈঠকে দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটি হল মসজিদের বিকল্প জমি নিয়ে ও অপরটি রায় পর্যালোচনার আবেদন নিয়ে। সর্বসম্মতভাবে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মসজিদের বিকল্প হিসেবে বিশ্বের কোনও কিছুকে মেনে নেয়া হবে না। টাকা বা জমি কোনটাই নয়। অন্য কোনও মুসলিম সংগঠনও এই বিকল্প মেনে নিলে সেটা ঠিক কাজ হবে না।
রিভিউ পিটিশন নিয়ে প্রশ্নের জবাবে রশিদি বলেন, পাঁচ সদস্যের কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পূর্ণ পড়ে দেখে জমিয়তে ওলামায়ে হিন্দ-এর নিজস্ব আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের পরামর্শ নেবে। তারপর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।